নিউজস্বাধীন বাংলা: নাঃগঞ্জ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জননেতা এ কে এম শামীম ওসমান প্রধান অতিথির বক্তেব্যে বলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এই ঘাঁটিতে খেলার জন্য অনেকেই খেলতাসে। যেহেতু অনেকে, হয় তো আমাকেও রাস্তায় নামতে হবে। যারা খেলতাসে তাদের উদ্দেশ্যে বলি, বয়স ৫৮ বছর হয়ে গেছে, মেন্টালি এখনো ১৮ বছর রয়েগেছে। যদি খেলতে নামি, তাহলে আর কাউকে মানবো না।
শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় নগরীর বাধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তিনি তার বক্তেব্যে আরো বলেন, মনে হয়, বিএনপি জামাত কোনো দল না। বাংলাদেশে দল হচ্ছে দুইটা। একটি হচ্ছে আওয়ামী লীগ আর আরেকটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। শুধু একজনকে মানি, শেখ হাসিনা। আর কাউকে মানি না, কখনো মানবোও না।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি নেতারা আমাকে এতো বেশি ভালোবাসতেন যে তাদের ভালোবাসার কারণে আমাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞাস করে দেশ ছেড়েছিলেন কেন? আমার দলের লোকজনও বলে। রাজনীতি করতে এসেছি সত্য কথা বলবো। রাজনীতি করতে এসেছি গোলামী নয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সমন্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কানিমশ দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী জয়ন্তসেন দীপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. তাপস কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার প্রমুখ।