স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গোদনাইল ৮নং ওয়ার্ডের আইলপাড়া এলাকার গুণী ব্যক্তিত্বের অধিকারী সফল ও শ্রেষ্ঠ সমাজকর্মী আব্দুল আলী ফকিরের ৯ম মৃত্যু বার্ষিকী ২৫ জুলাই। মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর নামেই গড়া আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ বৃহস্পতিবার সকালেই পাঠানটুলী কবরস্থানে সমাধিস্থলে পুষ্পার্পন করেন এবং কবরবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিগত ২০১০ সালের ২৫ জুলাই সমাজকর্মী আব্দুল আলী ফকির মৃত্যুবরণ করলে আইলপাড়া, নতুন আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকার সহ আশেপাশের এলাকাগুলোতে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি ছিলেন একজন দক্ষ ও বিচক্ষণ সমাজকর্মী। এলাকায় রাস্তা, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। শুধু তাই নয়, একজন মানব দরদী হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
বিগত ১৯১৬ সালের ২রা ফেব্রæয়ারী জন্ম নেওয়া আব্দুল আলী ফকির ছোট বেলা থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে সুনাম অর্জন করেছিলেন। পারিবারিক শাসন বারণ ও গর্জনের মধ্যে দিয়েও শত বাঁধা বিপত্তি পেরিয়ে মানব সেবায় নিয়োজিত আব্দুল আলী ফকির ছিলেন অসাধারণ এক ব্যক্তিত্ব। তরুন বয়সে তিনি যুব সমাজকে নিয়ে সামাজিক অবক্ষয় রোধে যথেষ্ট কাজ করেছেন। এক পর্যায়ে বয়সের ভারও তাকে ক্লান্ত করেনি। মানুষের বিপদে আপদে ছুটে চলেছিলেন অবিরত। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ১ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় মরহুম আব্দুল আলী ফকিরের যোগ্য উত্তরসূরী নাতি গোলাম মোস্তফা সাচ্ দাদার পরিশ্রমকে সার্থক ও সুন্দর করার লক্ষে এবং সামাজিক উন্নয়নে কাজ করার প্রতয়ে গড়ে তুলেছেন মরহুম আব্দুল আলী ফকির স্মৃতি সংসদ। এই সংসদ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। তার মধ্যে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, মরহুমের কবর জিয়ারত ও পুষ্প মাল্য অর্পণ সহ আলোচনা সভা এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। বৃহস্পতিবার সকালে পাঠানটুলী কবরস্থানে মরহুম আব্দুল আলী ফকিরের কবর জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করেন তারই সন্তান বড় ছেলে আব্দুল মোতালেব, আব্দুল ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্, আব্দুল জব্বার, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সচিব জিএম মোস্তফা সহ অন্যান্য। মোঃ অহিদুজ্জামান পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মহান আল্লাহ আব্দুল আলী ফকিরকে জান্নাতবাসী করুক এই দোয়া ও কামনা এলাকাবাসীর।