গাজী জলিল নিউজস্বাধীন বাংলা (কুমিল্লা) প্রতিনিধি: দৈনিক যুগান্তর কুমিল্লার মুরাদনগরে ছেলেধরা গুজব নিয়ে সচেতন মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে এ সচেতন মুলক সভার আয়োজন করা হয়। এ সময় পদ্মসেতু নিয়ে নানা প্রকার বিভ্রান্তি ও গুজবের বিষয়ে সকলকে সচেতন করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহবান করা হয়। সহকারী প্রধান শিক্ষক এএমএম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন, হাবিবুর রহমান, কাজী মাজহারুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আহসান হাবিব শামীম, শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ওসি একেএম মনজুর আলম বলেন, গুজবকারীরা দেশ ও জাতির শত্রু, পরিকল্পিতভাবে গুজবকারীরা গুজব ছড়িয়ে দেশের অপুরনীয় ক্ষতি সাধন করছে, যেকোন মুল্যে এসব গুজব প্রতিহত করে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পদ্মা সেতুতে ইটপাথরের পরিবর্তে মানুষের মাথা লাগবে এটি কখনো বিশ^সযোগ্য নয়, দেশের সহজ সরল মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে সরকার বেকায়দায় ফেলতে চায়। তিনি বলেন, আমরা জনসাধারণ সচেতন হলে গুজবকারীরা কখনো সফল হবেনা। গুজবকারীরা আমাদেরকে বোকা বানিয়ে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সভায় তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগনকে সচেতন হওয়ার আহবান জানান।