নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ-৪(ফতল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন,নারায়ণগঞ্জে হাইটেক পার্ক হবে, ইতোমধ্যে এই পার্কের জন্য জমি বরাদ্দ হয়ে যাচ্ছে’। আমি একজনের রাজনীতি করি। একজনকেই মানি। আমার মা বাবার পরে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে থাকি তবে ওই একজনের কাছ থেকেই পেয়েছি, ভালোবাসা। এবং কীভাবে মানুষকে ভালোবাসতে হয় সেটিও শিখেছি তাঁর কাছ থেকে। তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একদিন আমাকে তিনি (শেখ হাসিনা) বললেন, ‘তুই আমার কাছে কি চাস’। আমি বললাম আমি কিছু চাই না। তিনি বললেন, ‘কেন চাস না’। আমি বললাম, আমি চাই আমার নারায়ণগঞ্জে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হোক। আমি প্রস্তাব দিয়েছি নারায়ণগঞ্জে শেখ রেহেনার নামে সেরা একটি মেডিক্যাল কলেজ হোক।
আমি চেয়েছি শেখ রাসেলের নামে একটি বিশ্বমানের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ হোক। আমি হাইটেক পার্কের কথা বলেছি। এটির জমি বরাদ্দ হয়ে যাচ্ছে। উনি (শেখ হাসিনা) অবাক হয়ে আমার দিকে তাকি থেকে বলেছেন, ‘তারপরে কি’। আমি বলেছি, এরপর আমার বিদায়ের পালা। আমি ম্যারাডোনা হিসেবে বিদায় নিতে চাই।শামীম ওসমান এমপি আরও বলেন, আমি রাজনীতিবীদ, রাজনীতি করতে এসেছি।পার্লামেন্টে সত্য কথা বলতে এসেছি। পার্লামেন্টে আমার মুখে যেটা আসে সেটাইবলে দিই। সরকারের তথ্য উপদেষ্টার বিরুদ্ধে পার্লামেন্টে বক্তব্য দিয়েছি, একদমওপেনলি বক্তব্য দিয়েছি। আই ডোন্ট কেয়ার। সত্য কথাই যদি বলতে না পারলাম,তাহলে রাজনীতি করবো কেন? আমি এটা মনে করি না যে আমরা সবাই ভালো। আওয়ামী লীগ করে সবাই ভালো হবে আর না করলে খারাপ হবে, এটা সত্য নয়। কাজটা হচ্ছে ভালো মানুষ নিয়ে করা। ভালো দেশ যদি গড়তে চান তাহলে ভালো মানুষ দরকার। আমরা কিছু করতে চাই। কার জন্য, আপনার জন্য আমার জন্য? না। নেক্সট প্রজন্মের জন্য কিছু করতে চাই। বাংলাদেশকে একটি মাধ্যম আয়ের দেশে পরিনত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ইং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জণে তাঁর আস্থাভাজন নারায়ণগঞ্জ-৪ আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৩ জলাই ২০১৯ইং) রাত ৮টা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ কোরাল বিচ রিসোর্টে প্রবাসী বাংলাদেশী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি’র সহধর্মিনী সালমা ওসমান লিপি,সুইজারল্যান্ড শাখা আওয়ামী লীগ নেতা মজনু চৌধুরী, সংগঠনের সভাপতি মুক্তার হোসেন,সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির একমাত্র কন্যা অঙ্গনা ওসমানসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নারায়ণগঞ্জের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ মাহ্তাব উদ্দিন। পরে নৈশভোজ ও মনোমগ্ধকর সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।