নিউজস্বাধীন বাংলা : ব্যবাসীয় স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যাঙ্ক কর্মকর্তা স্ত্রী জান্নাতুল নাঈম শিমলা। তার দাবি, ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামী আওলাদ হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন তিনি। নিখোঁজ আওলাদ হোসেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তিনি একজন চাদর ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে ব্যাঙ্ক কর্মকর্তা জান্নাতুল নাঈম শিমলা দাবি করেন, ২২ জুলাই রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার স্বামী আওলাদ হোসেন। পথিমধ্যে সানোয়ারের চায়ের দোকানের কাছে তার স্বামীকে বহনকারী রিকাশার সামনে দুটি কালো রঙের হাইচ গাড়ি থামে। সে গাড়ি থেকে তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামী আওলাদ হোসেনকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এদিকে এ ঘটনায় জান্নাতুল নাঈম শিমলার ছোট ভাই তানভীর আলম হিমেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে শিমলা কান্না জড়িত কণ্ঠে জানান, তার স্বামী কোনো রকম রাজনীতির সাথে সম্পৃক্ত নন। কারো সাথে তেমন কোনো শত্রæতাও নেই। তবে, চলমান পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী আবুল বাশার বাদশার পক্ষে দুদিন গণসংযোগ করেছেন। তবে, এ নিয়ে কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো রকম হুমকি ধামকি আসছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো হুমকি ধামকি আসেনি। তিনিও আমাকে এসব নিয়ে কিছু বলেনি।
আওলাদ হোসেন ও শিমলা দম্পতির ঘরে ১৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। শিমলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক মধাবদী শাখায় কর্মরত।
উপস্থিত সাংবাদিকদের সামনে স্বামীর সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েন শিমলা। তিনি বলেন, আমি আমার স্বামীকে ফিরে চাই। আমার স্বামীকে উদ্ধার করে দিন।
এদিকে রূপগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মাহমুদুল হাসান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছি।