নিউজস্বাধীন বাংলা :আড়াইহাজার উপজেলায় সুরুজ মিয়া (৩৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়ে ধু¤্রজাল। যদিও তার স্ত্রী’র দাবি এটি হত্যাকাÐ তবে, পুলিশ বলছে তদন্ত না করে মূল বলা মুশকিল।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার ফতেপুর ইউপি’র বগাদী সিডি মার্কেট নামক এলাকায় এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সুরুজ মিয়া ফতেপুর ইউপি’র বগাদী সিডি মার্কেট এলাকার মৃত আয়েত আলীর ছেলে। তিনি লেপতোষকের ব্যবসাসহ এলাকায় জমি কেনাবেচার বোখারি করতেন। ব্যক্তি জীবনে সুরুজ মিয়া দুই সন্তানের জনক।
নিহতের স্ত্রী চন্দ্রবান বলেন, তিনি (সুরুজ মিয়া) সকাল সাড়ে ৬টার দিকে সিডি মার্কেটে যান। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুরুজ মিয়ার স্ত্রী’র দাবি, নানা বিষয় নিয়ে বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তেমন কোনো নাম বা পরিচয় তিনি প্রাথমিকভাবে জানাতে পারেননি।
এদিকে স্থানীয় চায়ের দোকানদার কামাল হোসেনের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত সুরুজ মিয়া স্থানীয় সিডি মার্কেট নামক এলাকায় চায়ের দোকানে বসে এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে তার চাচাতো ভাই আবুল হোসেনের নামে জমি সংক্রান্ত বিরোধের নালিশ করছিলো। এ সময় হঠ্যাৎ তিনি ঢলে পড়েন।
তিনি আরও বলেন, পুরো বিষয়টি কি তা এখনই বলা যাবে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।