নিউজস্বাধীন বাংলা : সিদ্ধিরগঞ্জ থেকে তিন হাজার লিটার বিমানের চোরাই তেলসহ দুজনকে আটক করেছে র্যাব-১১ এর একটি দল। শুক্রবার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের সামনের রাস্তা থেকে তাদেরকে আটক সহ ওই তেল জব্দ করা হয়।
আটকরা হলেন, মো. নাছির আলী (৪০) এবং মো. হাবিবুর রহমান (৩৮)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত তেলে মূল্যমান ২ লাখ ১০ হাজার টাকা। যা ১৪টি ড্রামে করে পাচার করছিলো। পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ এর আদমজী নগরের অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিক করা হয়েছে।
বার্তায় জানানো হয়, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপোকে কেন্দ্র করে কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এখান থেকে প্রতিদিন শতশত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল চুরি করে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যহত থাকবে।