নিউজস্বাধীন বাংলা: ফতুল্লায় চালকের পিটুনীতে হেলপার অন্তর চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় কভার্ডভ্যানের চালক ওমর আলীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে ফতুল্লা পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত আসামী, ওমর আলী (৩৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত. আলাউদ্দিনের ছেলে। নিহত হেলপার অন্তর চন্দ্র দাস নরসিংদীর মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে। সে তার মা শেফালী রানী দাসের সাথে বন্দরের মালেক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছিলো।
কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান হাবিব এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী ওমর আলীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে কোর্টে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ৯ জুলাই ফতুল্লাস্থ জালকুড়ি এলাকায় অন্তরকে তার চালক ওমর ফারুক গাড়ি ধুতে বললে ‘জ্বর’ আসছে জানিয়ে অন্তর তা ধুয়ে দিতে অপারগতা প্রকাশ করলে চালক অন্তরকে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করলে চালক ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক পিটুনী দেয়। এ ঘটনায় সে অসুস্থ হলে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ১৩ জুলাই সকালে অন্তরের শারীরিক অবস্থান অবনতি ঘটলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।