নিউজস্বাধীন বাংলা: বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদের ভগ্নিপতি যুদ্ধকালীণ ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সোমবার রাতে বন্দরের রামনগর এলাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি নিঃসন্তান ছিলেন। তিনি স্ত্রীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় রামনগর মাঠে নামাজে জানাজা শেষে ধামগড় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলমাছ ভুইয়া , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবদুল লতিফসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন। মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।