নিউজ স্বাধীন বাংলা : নারায়ণগঞ্জে তিন ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদÐ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম সাতকনিয়ার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই থানার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) এবং কক্সবাজার টেকনাফের মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বমোট ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গ্রেফতার ওই তিনজনকে দোষী সাব্যস্ত করে ওই রায় প্রদান করেন।
ওয়াজেদ আলী খোকন আরও জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশ চেকপোষ্টে সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫২৬১) তল্লাশীকালীন গ্রেফতারকৃতদের পায়ের নিচে একটি কাগজের কার্টুন এর ভেতর থেকে ৬৬ হাজার ৮‘শ পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্যমান ২ কোটি চল্লিশ হাজার টাকা। তবে, জব্দকৃত ইয়াকার মধ্যে ৮‘শ পিস ভাঙা ছিলো।