নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লব হোসেন (৩১) নামে শীর্ষ মাদক ব্যসায়ী নিহত হয়েছেন। ১৫ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে শহরের চানমারি এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
বিল্পব হোসেন ওই এলাকার সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৪ মামলা রয়েছে। সে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কারো কারো কাছে সে মাদকের গডফাদার হিসেবে পরিচিত। পুরো চানমারি এলাকার মাদকের নিয়ন্ত্রণ ছিলো তার হাতে।
‘বন্দুকযুদ্ধের’ সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানিয়েছে, বিপ্লব তালিকা ভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কেবল মাত্র ফতুল্লা থানাতেই ১৪টি মামলা রয়েছে।
তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে সে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে বিপ্লবকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যূটারগান উদ্ধার করা হয়েছে।
কামরুল ইসলা দাবি করেছেন, ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল আহত হয়েছেন।
এদিকে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, সন্ত্রাসী, মাদক, জঙ্গীবাদ, চাঁদাবাজের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে উল্লেখিত ঘটনাটি ঘটে। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নাই। সে যতই শক্তিশালী হোক না কেন। মাদকের সাথে কোনো আপোষ নাই। মাদকের প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’।