পন্ডিত হোসেন: নারায়নগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)জাসমীন আহমেদের করা নারী ও শিশু নির্যাতনের মামলায় তার স্বামী পুলিশ পরিদর্শক স্বামী আবু নকীবের চার্জ গঠনের শুনানী ২২ জুলাই ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুলাই) নারায়নগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শাহীন খন্দকারের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করার নির্দেশ দেন। পরবর্তি শুনানীর দিন ধার্য করেন বিজ্ঞ আদালত ২২ জুলাই।
এর আগে ৩ জুলাই একই আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
প্রসঙ্গত, মামলায় জাসমিন আহমেদ অভিযোগ করেন,২০০৭ সালের ১৪ মে আবু নকিবের সঙ্গে ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে জাসমীনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের জন্য প্রায়ই জাসমিনকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু জাসমিন সামাজিক মর্যাদার কারনে বিষয়গুলো গোপন রাখেন।