নিউজ স্বাধীন সংবাদ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন আমি বেশি একটা লোকাল পত্রিকা পড়ি না। দ্ ুচারটা পত্রিকা দেখি আর বাকিগুলো দেওয়ালে দেখি। এর মধ্যে বেশ কিছু পত্রিকায় দেখি শামীম ওসমানের নাম উপরে দিয়া থাকে। আমার নামটা ব্যবহার করে নেগেটিভ লেখলে হয়তো পত্রিকার কাটতি বাড়ে। তো ভাই, নেগেটিভ লিখবেনই যখন তাহলে আমাকে কিছু রয়্যালটি দেন।
বুধবার (১৭ জুলাই) শহরের দুই নম্বর রেল গেইট ফজর আলী ভবনে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (রেজি: বি-৪৪৬০) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমারে দিয়া পত্রিকা চালাবেন তো কিছু পয়সা-কড়ি আমারে দেন। আমি আপনারে বিভিন্ন বিকৃত আকারের ছবি দেই। খেইপা গেছি, মারতাছি এমন কিছু ছবি ছাপেন। ওই ছবি ছাপলে আপনার আয় বাড়ে। আমারে বেইচা যদি আপনার সংসার যদি ভালো চলে তাহলে আমার কোন আপত্তি নাই। কিন্তু কারোর পয়সা খেয়ে নিউজ করবেন না। তাহলে কিন্তু ঈমান থাকবে না।
শামীম ওসমান বলেন, সাংবাদিক ইউনিয়নের এই কার্যালয়টা আগেই প্রয়োজন ছিল। বাংলাদেশে যেসব পত্রিকা ও টেলিভিশন চ্যানেলগুলো লিড করে তাদের যেসব স্টাফ রিপোর্টার রয়েছেন নারায়ণগঞ্জে তাদের অনেকেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মেম্বার হওয়ার সৌভাগ্য হয় নাই। আশা করি ভবিষ্যতে হবে। সাংবাদিকতার বিকাশের জন্যই একটা জায়গায় বসা দরকার, আলোচনা হওয়া দরকার। তিনি আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর নারায়ণগঞ্জ পায়। যে নারায়ণগঞ্জে সর্বাধুনিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্কুল থাকবে, নারীদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, মাদকমুক্ত থাকবে, গরীবের উপর অত্যাচার থাকবে না।
সে নারায়ণগঞ্জের জন্য কাজ করছি। শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে নারায়ণগঞ্জে হাই-টেক পার্ক করতে পাচ্ছি না। আমলাতন্ত্র একটা জটিল জিনিস। জমি আছে কিন্তু বের করবে না। যাই হোক কাগজপত্র তৈরি করে আজকে আমরা মন্ত্রণালয়ে দিয়ে আসলাম যাতে হাই-টেক পার্কটা হয়। এটা হলে নারায়ণগঞ্জের ইয়াং জেনারেশন যারা আইটি সেক্টরে কাজ করতে চায় তারা লাভবান হবে। এছাড়া হাসপাতাল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আনার চেষ্টা করছি। আশা করছি এগুলো আমরা পারবো। শামীম ওসমান বলেন, আমি সিটি করপোরেশনে কখনোই কোনো অনুরোধ করিনি। এবার বাজেটের আগে সাংবাদিক ও কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে অনুরোধ করেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য নামাযের স্থান করে দেওয়ার জন্য। কিন্তু সে অনুরোধ রাখা হয়নি। তাই বলে ঈদ জামাত হবে না? এবারও হবে। গতবারের তুলনায় এবার আরও বৃহত্ত আকারে হবে। তিনি বলেন, আমরা দুইবার ঈদ জামাতের আয়োজন করেছিলাম। এক সাথে দেড় থেকে দুই লাখ মানুষ নামাজ পড়েছে। একসাথে হাত তুলে দোয়া করেছে। একসঙ্গে লাখো মানুষের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। এই ঈদ জামাতের দায়িত্বটা কিন্তু আমাদের না, সিটি করপোরেশনের। সত্তর কি আশি লাখ টাকা এতে খরচ হতো। এতে লাখো মানুষ একসঙ্গে সুন্দর ভাবে নামাজ পড়তে পারতো। শামীম ওসমান বলেন, আমি আশা করেছিলাম সিটি করপোরেশনের দায়িত্বে যিনি আছেন তিনি আমার অনুরোধটুকু রাখবেন। কিন্তু তা রাখেননি। সিটি করপোরেশনের কিন্তু ওই সত্তর-আশি লাখ টাকা খরচ করার সক্ষমতা আছে। কেননা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একটি ধনী সিটি করপোরেশন। তাছাড়া এটি তো কোনো ব্যক্তির না। একটি সংস্থা। নাগরিকের সেবা দেওয়ার জন্যই এটি।
কিন্তু সেটি করা হলো না। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম ইকবাল রুমির সভাপতিত্বে ও নারায়ণগঞ্জের আলোর সম্পাদক কমল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমন চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ টেলিগ্রাফ নিউজ পোর্টালের সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসদুর রহমান দিপু, পথের সময় সম্পাদক তেšকির রাসেল প্রমুখ।