নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার আফতাবুন নেসা বিউটি (৪২) কে অতর্কিত হামলা চালিয়েচে মাদক ব্যবসায়ীরা।
সোমবার (১৫ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার কদুকর এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী মাদক ব্যবসায়ীরা হলো ১. মুনতাজ (৪৮) ,পিতা . খুরশিদ। ২. মহিউদ্দিন (৫০), পিতা . তরমুজ উদ্দিন। ৩. মাসুদ (৩০), পিতা. মহিউদ্দিন। ৪. আলেয়া বেগম (৪০), স্বামী. মহিউদ্দিন। ৫. এাহবুব (২৫), পিতা. মহিউদ্দিন।
জানা যায়, কদুকর এলাকায় একটি চায়ের দোকানে যান ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার আফতাবুন নেসা বিউটি। এমতাসময় সেখানে কিছু মাদক ব্যবসায়ী ও উপস্থিত ছিলেন তখন তাদেরকে উদ্দেশ্য করে বিউটি বলেন, তোরা যে মাদক ব্যবসা করছিস এতে আমাদের এলাকার দূর্ণাম হয় তোরা বাবা এগুলা বন্ধ কর এই কথার ভিত্তি করে উপরে উল্লেখিত আসামী নং ১, ২,৩,৪,৫ তারা সাবেক মেম্বারের উপর হামলা চালায়। তাকে গুরুতর ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানন্তর করা হয়। তারা অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে চিকিৎসক।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানায়, বিউটির উপর হামলার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছি। আসামীরা যেই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন সাবেক মেম্বার বিউটি আপা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেই কামনা করি।