নিউজ স্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) এর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, আমরা অতিতে ফিরে যেতে চাইনা কিংবা মেধাবী ছাত্রকে খুনের মধ্য দিয়ে যে নারায়ণগঞ্জের রাজপথ রক্তাক্ত করা হয়েছে, সে ইতিহাসও আমরা খুজে বের করতে চাইনা। সাত খুনের মত কোন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, তাও আমরা চাইনা। আমরা চাই একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ। আর এমন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে নারায়ণগঞ্জবাসীর নয়নের মনি সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং নারায়ণগঞ্জের মাটিকে পবিত্র রাখার জন্য আমাদের সকলকে শপথ গ্রহণ করতে হবে।
রোববার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের (২০১৯-২০২০) অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন, জেলার বর্তমান পুলিশ সুপার যে চিন্তা চেতানার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন জনগনের শান্তি সৃঙ্খলার স্বার্থে তা ধরে রাখতে হবে।
এদিকে মেয়র আইভীর ভূয়সী প্রশংসা করে সাংবদ নজরুল ইসলাম বাবু আরো বলেন, অচল নারায়ণগঞ্জকে সচল করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এর ধারাহিতা ধরে রাখতে সার্বিকভাবে তাকে আমাদের সহযোগিতা করতে হবে। আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় তাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব। এটা আমাদের অবিচল সিদ্ধান্ত। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও নারায়ণগঞ্জকে আরো সুন্দর দেখতে চান। আর এর জন্য তিনি মেয়র মহোদয়কে আর্থিক, সামাজিক ও সহানুভূতি দিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন।
মেয়র আইভীর উল্লেখযোগ্য বেশ কিছু উন্নয়নের চিত্র তুলে ধরে সাংসদ আরো বলেন, যে নারায়ণগঞ্জকে আমরা কখনো গ্রীন আশা করিনি আজকে মেয়র তা করতে পেরেছেন। বন্দরে যে সুন্দর সুন্দর রাস্তা করেছেন তা ইউরোপের অনেক রাস্তকেও হার মানিয়ে দিবে। এই সত্যকে কেউ গোপন করতে পারবেনা। এই সত্যের সাথে আমরা যাতে মোনাফিকি না করি। সদর-বন্দরবাসীর স্বপ্নের যে ব্রিজ সে ব্রিজের কার্জক্রম এখন প্রায় শেষের পথে। এই নারায়নগঞ্জে বসার মত উল্লেখযোগ্য কোন যায়গা নেই পার্কতো দূরের কথা। সেখানে একটি অচল খালের সকল নর্দমা দূর করে দিয়ে তিনি একটি আকর্ষনীয় পার্ক নির্মান করছেন। যে পার্কটির নামকরন করা হচ্ছে শেখ রাসেল পার্ক। তো এই কাজগুলি যিনি করছেন তাকেকি আমরা ছোট করতে পারি বা অস্বীকার করতে পারি? পারিনা। তাই আসুন এসব ভালো কাজের জন্য আমরা সকলে তাকে স্যালুট জানাই।