নিউজ স্বাধীন বাংলা/ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার শাপলা গেষ্ট হাউজ থেকে মাবনপাচার, ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী ও পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ পারভেজ এর নেতৃত্বে সাইনবোর্ডের শাপলা গেষ্ট হাউজে অভিযান চালিয়ে ওই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে গেষ্ট হাউজের ম্যানেজার মোঃ মোস্তফা (২২), সাইফুল ইসলাম (৩২), শ্রীমানিক (৩৩), শ্রীমৌলিন (২৭), আতিকুল ইসলাম (২৪), ফরহাদ হোসেন (২৫), আরিফ (২০), তরিকুল ইসলাম (২৪) সামিউল ইসলাম (২২) সাইদুল রহমান (২৪), আহম্মেদ হোসেন (২৫), ইব্রাহিম (২৭) , নাজমা বেগম (২২), বর্ষা (২৫), রেখা (৩২), , মনি (২২), শিলা(২১)। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শাপলা গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে। খবর পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটন্স্থালে গিয়ে নারী পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ওসি মীর শাহীনশাহ পারভেজ। গেষ্ট হাউজ থেকে ১ বস্তা কনডমও উদ্ধার করা হয়েছে। ওসি মীর শাহীন শাহ পারভেজ বলেন, গ্রেফতারকৃতরা মাবনপাচার, অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়াগেছে। গ্রেফতারকৃতদের বিুরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি মীর শাহীনশাহ পারভেজ সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে অপরাধীরা কোন অপরাধ করে পার পাচ্ছেনা। চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক কারবারীদের জম সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ। সাধারন মানুষ সিদ্ধিরগঞ্জে শান্তিতে বসবাস করছে । ব্যবসায়ীরাও চাঁদাবিহীন ব্যবসা করতে পারছেন। সিদ্ধিরগঞ্জবাসী ওসি মীর শাহীনশাহ পারভেজকে সর্বাত্মক সহযোগিতা করার কারণে ওসি মীর শাহীনশাহ পারভেজ এর আন্তরিক প্রচেষ্টায় সিদ্ধিরগঞ্জের অপরাধ দমনে সাহসী ভূমিকা পালন করে চলছেন।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের শাপলা গেস্ট হাউজ থেকে মানবপাচার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী পুরুষসহ ১৭ জন গ্রেফতার
-
Previous
উৎসব ফিরে চাই, আমি ত্রিশ টাকায় যাত্রীদের সেবা নিশ্চিত করবো : কামাল মৃধা কামালের ঘোষণা ত্রিশ, বর্তমান নেতারা চাচ্ছে উৎসবের ভাড়া হোক ৩৮! # বন্ধনের রোড পারমিট সায়েদাবাদ পর্যন্ত তাই কিছু জায়গা ম্যানেজ করতে হয় : আইয়ূব আলী # ৩৬ টাকা ভাড়ায় হিমশিম খাচ্ছি তাই আরও দুই টাকা বাড়ানোর চেষ্টা করছি : কাজল মৃধা