নারায়ণগঞ্জ টুডে: ‘মানব ধর্মের উপর কোনো ধর্ম নেই’ মন্তব্য করে মেয়র আইভী বলেছেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টির গান গাওয়ার জন্য, সৃষ্টির কথা বলার জন্য, শ্রেষ্ঠ আমাদের বানিয়েছেন তার গুণগান গাওয়ার জন্য। যে যে নামেই ডাকুক না কেন তিনি একক সত্তার মালিক। তিনি একজনই।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে নগরীর নিতাইগঞ্জ মোড়ে বলদেব জিউর আখড়া (মন্দির)’র সামনে জগ্নাথদেবের রথযাত্রার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওই কথা বলেন তিনি।
মানব সেবার ব্রত নিয়ে দেশ ও নিজ সাংস্কৃতি, দেশকে ভালোবাসার আহŸান জানিয়ে আইভী বলেন, ধর্ম আমরা পালন করবো যার মতো করে কিন্তু প্রতিটি উৎসব পালন করবো এক সাথে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রতিটি প্রার্থনায় আমরা তার জন্য দোয়া করবো। যাতে করে তিনি দেশকে সঠিক ভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন।
ধর্মের পূর্ব শর্ত দেশ প্রেম উল্লেখ করে তিনি বলেন, যে দেশকে ভালোবাসবে না, তার কোনো ইবাদতই সৃষ্টিকর্তা কবুল করবে না।
রথযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জে যেসব বিদেশী মেহমান এসেছেন তাদেরকে অভিননন্দন জানিয়ে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ বহু আগের থেকেই বিখ্যাত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে এক সাথে থাকার যে সুনাম রয়েছে তা বহির্বিশ্বে আমাদের সুনাম এনে দিয়েছে। এই রথযাত্রাও পুরনো, আমাদেরকে বেশ পরিচিতি করিয়ে দিয়েছে। এখানে যারা বিদেশী মেহমান এসেছেন তারা সবাই আমাদের মেহমান। সুন্দর মত থাকুন। সুস্থ থাকুন। এই উৎসব উপভোগ করুন।