নিউজ স্বাধীন বাংলা : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফতুল্লায় দুটি গরুর হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসক জসীম উদ্দিনের বরাবর স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।
মঙ্গলবার ( ০৯ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজার কাছে এ বিষয়ে দুইটি স্মারক লিপি প্রদান করেন তিনি।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ফতুল্লা থানাধীন আলীগঞ্জ নদীর পাড় এলাকায় মৃত হাফেজ মোক্তারের নিজস্ব ভূমিতে এবং একই থানাধীন সাইনবোর্ড এলাকার আকবরের নিজস্ব ভূমিতে অস্থায়ী পশুর হাট অনুমতি দিয়ে সাধারন মানুষ অতি সহজে কোরবানীর পশু ক্রয় করতে পারবে। এছাড়া হাটগুলোতে প্রশাসকের দেয়া সকল শর্তাদি ও নিয়ম কানুন মেনে চলা হবে বলেও উল্লেখ স্মারক লিপিতে উল্লেখ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কহিনূর ইসলাম, ফতুল্লা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা সাত্তার, কুতুবপুর ইউপি ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মায়া বেগম, ৬নং ওয়ার্ডের সদস্য বেলী বেগম, হাসিনা বেগম, রাশিদা বেগম প্রমূখ।