নিউজ স্বাধীন বাংলা : নারায়ণগঞ্জ সদর উপজলোধীন ফতুল্লার কাশিপুরে বৃদ্ধা সিদ্দিক মিয়া খুনের ঘটনায় আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের নাম সালাউদ্দিন সালু (৩০)। সে ওই এলাকার সফর আলীর ছলে।
সোমবার (৮ জুলাই) সকালে কাশিপুরের ভোলাইল শান্তিনগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সোমবার দুপুরে ৭ দনিরে রমিান্ড চয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে এই হত্যা মামলায় আবু বক্কর (২৯), বিপ্লব (২৮) ও মুজাকে (৩০)কে গ্রেফতার করেছিল পুলিশ। তাদরে মধ্যে আবু বক্কর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিল। তার দেয়া জবানবন্দি অনুযায়ী মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রপ্তোর করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডলে থানায় মাদকসহ ৯ টি মামলা রয়েছে।
তিনি আরো জানান, সিদ্দিক মিয়া হত্যাকান্ডে যারাই জড়িত রয়েছে তারা কেউ ছাড় পাবে না। খুব শীগ্রই বাকী আসামীদেরও গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত গত ১৩ জুন বিকেলে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকা থেকে সিদ্দিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে অজ্ঞাতদেও আসামী করে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আবু বক্কর সহ ৩ জনকে গ্রেফতার করে। ওদের মধ্য থেকে আবু বক্কর আদালতে স্বীকারোক্তি দিয়ে বলে সদ্দিকি ময়িার রুমে বসে সে সহ ৮/৯ জন ইয়াবা সবেন করতো। ঘটনারদিন অন্য সবাই ইয়াবা সেবন করলেও সিদ্দিক মিয়াকে কউে সেবন করতে দিচ্ছিলনা। এতে সিদ্দি মিয়া উত্তেজিত হয়ে উঠলে অন্যরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই মাদক সেবীরা সকলে মিলে সিদ্দিক মিয়াকে মারধর করে বুকের উপর কাঠ ও বাঁশ দেিয় এলোপাতারি আঘাত করে হত্যা শেষে বাড়ির পাশে থাকা কাশবনে ফেলে দেয়। নিহত সিদ্দিক মিয়া একই থানাধীন দওভোগ মুন্সীবাড়ি এলাকার মৃত ফজর আলী মুন্সীর ছেলে। সে তার পরিবার নিয়ে ভাতিজা শহিদের বাড়িতে বসবাস করতেন এবং কেয়ারটেকার হিসেবে দায়ীত্ব পালন করতেন।