নিউজ স্বাধীন বাংলা : গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রোববার (৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. সুমন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, মহিলা সম্পাদক সিমুল আক্তার আঞ্জুম এবং সাজমুল হাসান প্রমুখ।
গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই মূহুর্তে গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিক কোন কারন নাই। বরং কমানোর কথা। কেননা আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য কমে যাওয়ায় পাশের দেশ ভারত কমিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সরকার সাধারণ জণগনের পকেট মারার উদ্দেশ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৯ সালের বাজেট নাকি স্বপ্নের বাজেট। কিন্তু সাধারণ জনগণের কাছে এই বাজেট কোনভাবেই স্বপ্নের বাজেট নয়। কিন্তু এই বাজেট নিয়ে দেশের জনগন কোন ধরনের স্বপ্ন দেখতে পারছেনা। দেশের সাধারণ জণগনের কোন প্রকার উন্নতি হচ্ছে না। যাদের ভুরি ভুরি আছে কেবল তাদেরই উন্নতি হচ্ছে।
বক্তারা আরো বলেন, এই গ্যাসের দাম বাড়াতে সব কিছুর দাম বাড়বে। বাস ভাড়া হতে শুরু করে ঘর ভাড়া পর্যন্ত। আর এই খরচ পোষাতে না পারলে আমাদের মতো শ্রমিকরা আবারো তাদের বেতন বৃদ্ধির দাবি তুলবে, রাজপথে নামবে। আর তখন তাদের উপর আবারো হামলা-মামলা হবে। আমরা তা চাই না। আমরা শান্তিতে বাঁচতে চাই। সরকার গ্যাসের আমদানী না করে গ্যাসের উৎস খুজুন। সরকার চাইলে বাংলাদেশের মাটি থেকেই গ্যাসের চাহিদা পূরণ করতে পারে।